চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা

অস্বাভাবিক প্রক্রিয়ায় ও দ্রুততার সহিত চট্টগ্রামসহ দেশের সকল বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির নিকট কনটেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী।
বুধবার ( ১৯ নভেম্বর) এক বিবৃতিতে ১২ দলীয় নেতৃবৃন্দ এ প্রতিবাদ জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। নেতারা বলেন বিদেশিদের হাতে টার্মিনাল পোর্ট ও বন্দর পরিচালনার দায়িত্ব দেয়ার সাথে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে। তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের নীতির নির্ধারণী বিষয়ে এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। বিগত স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এহেন কর্মকান্ডই অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে। দেশের জনগণ, জনমত ও জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কোন কার্যক্রম জনরোষের মাত্রা তীব্র থেকে তীব্রতর করবে।
নেতৃবৃন্দ আরোও বলেন, গভীর পরিতাপের বিষয় যে বর্তমানে অন্তবর্তী সরকারও বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে।
অনতিবিলম্বে এই সরকারকে দেশবিরোধী চুক্তি তথা বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত থেকে বিরত থাকার উদাত্ত আহবান জানান। অন্যথায় ১২ দলীয় জোট দেশের আপামর জনগণকে সাথে দেশ বিক্রি চুক্তির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।
ভিওডি বাংলা/ এমএইচ




