‘আজ জন্মদিন তোমার’
গানটি আসলে বানানো হয়েছিল গায়ক হাসানকে মাথায় রেখে

বাংলা গানপ্রীতিতে শাফিন আহমেদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাইলস ব্যান্ডের সদস্য হিসেবে যেমন তিনি প্রতিষ্ঠিত, ঠিক তেমনই একক গায়ক হিসেবেও তার বেশকিছু মিক্সড অ্যালবাম হিট হয়েছে। শ্রোতাদের মতে, এসব গানই তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে মানুষের মনে।
এসবের মধ্যে ‘আজ জন্মদিন তোমার’ গানটি এখন জন্মদিনের আয়োজনের অন্যতম স্থায়ী সঙ্গী। প্রায় প্রতিটি জন্মদিনেই এই গানটি বাজে, এতটাই পরিচিতি পেয়েছে এটি।
কিন্তু মজার বিষয় হলো-এই গানটির কণ্ঠশিল্পী হিসেবে শাফিন আহমেদের নাম শুরুতে ভাবাই হয়নি! গানটি আসলে বানানো হয়েছিল গায়ক হাসান-কে মাথায় রেখে।

সুরকার প্রিন্স মাহমুদ বলেন, “তখন আমি থিমভিত্তিক গান করতাম। জন্মদিন নিয়ে একটি গান লিখলাম ও সুর করলাম। গানটা খুব হাই নোটের। প্রথমে হাসানের জন্যই করা হয়েছিল। কিন্তু তখন দেখলাম হাসানের গান সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তাই অন্য কণ্ঠ ভাবতে হলো। বিপ্লবকে দিয়ে গাওয়াই, কিন্তু নোটটা ঠিকমতো উঠছিল না।”
এরপরই তিনি যোগাযোগ করেন শাফিন আহমেদের সঙ্গে।
“শাফিন ভাই দু’দিন বাসায় প্র্যাকটিস করলেন। পরে সিদ্ধেশ্বরীর চারু স্টুডিওতে রেকর্ড করতে এলেন। একটু কষ্ট হচ্ছিল, কিন্তু দুই-আড়াই ঘণ্টায় দারুণভাবে রেকর্ড হলো। আমি নিজেই অবাক ছিলাম। এরপরের গল্প সবার জানা-গানটা সবার গান হয়ে গেল।” - যোগ করেন প্রিন্স মাহমুদ।
গানটি যত্রতত্র বাজে, নিজের সৃষ্টি সবার হয়ে গেছে-এতে কেমন লাগে?
জবাবে তিনি বলেন, “এটা অবশ্যই ভালো লাগার। শিল্পীরা উপভোগ করেন। আমরা সৃষ্টি করি মানুষের জন্য। তারা গ্রহণ করলেই আনন্দ।”
শাফিন আহমেদের আরও বেশ কিছু গান সুর করেছেন প্রিন্স মাহমুদ। এদের মধ্যে ‘প্রতি রাত নির্ঘুম রাত’ গানটিকেই তিনি নিজের সবচেয়ে পছন্দের বলে উল্লেখ করেন।
তার ভাষায়, “শাফিন ভাই গানটা অসাধারণ গেয়েছেন। বিশেষ করে ‘ঘুমের ওষুধ বন্ধু এখন…’ লাইনগুলো একেবারে অন্যস্তরে তুলেছেন।”
শাফিনের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, “আইয়ুব বাচ্চু ভাই, জেমস ভাই, শাফিন ভাই-কেউই আমার ফেসবুকে ছিলেন না। শাফিন ভাই যখন মেয়র নির্বাচনে দাঁড়ালেন, তখন অনেক ট্রল হচ্ছিল। আমি লিখেছিলাম-শিল্পীরা চাইলে রাজনীতিতে যেতে পারে। সেই পোস্ট দেখে শাফিন ভাই আমাকে মেসেজ করেছিলেন, খুবই খুশি হয়েছিলেন।”
ভিওডি বাংলা/জা







