চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোরের চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পাশাপোল ইউনিয়নের পলুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাধন মজুমদার (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত সাধন মজুমদার চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শিক্ষক সাধন মজুমদার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানে করে বাড়ির উদ্দোশ্যে রওনা হলে পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সরকারি চাল ভর্তি দ্রুতগামী ট্রাক (যশোর-ট ১১-১৪২২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক কে আটক করলেও ঘটনাস্থল হতে ট্রাক চালক পালিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা কথা জানা মাত্রই ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভিওডি বাংলা/ এমএইচ





