• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

গৌরীপুরে আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ আফিয়া আমিন পাপ্পা। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ উবায়দুর রানা, খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলায় চলতি আমন মৌসুমে মোট ১৭৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য লটারিতে উপজেলার প্রায় ১২০০ কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে পৌরসভা থেকে ১৪ জন এবং উপজেলার ১০টি ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে কৃষক নির্বাচিত হন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃষক নির্বাচন প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসন জানায়, নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন