মেয়র মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে এই সাক্ষাৎ হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আমরা একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসে আমাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।”
এর আগে সোমবার মামদানি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ট্রাম্পের পোস্টের পর মামদানি বা তার টিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানিকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালায়। তিনি নিজেও হুঁশিয়ার করেছিলেন-মামদানি জিতলে নিউইয়র্কের জন্য বরাদ্দ ফেডারেল অর্থ আটকে দেবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, মামদানির বিরুদ্ধে প্রচারে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি প্রায় ২৪০ কোটি ডলার ব্যয় করে।
তবুও এসব প্রচেষ্টা ব্যর্থ হয়। ৫০ শতাংশ ভোট পেয়ে জোহরান মামদানি মেয়র নির্বাচনে বিজয়ী হন। আগামী ১ জানুয়ারি তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।
সূত্র : রয়টার্স
ভিওডি বাংলা/জা






