• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ,পেশাদার ও সক্রিয় ভূমিকার প্রতি গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত "নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবণা ও করণীয়" শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়।

সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রি
জেনারেল (অব:)রোকন উদ্দীন গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ প্রধান, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, উপমহাদেশে নির্বাচনকালীন সহিংসতা, পেশিশক্তির ব্যবহার, ভোটকেন্দ্র দখল ও প্রশাসনিক পক্ষপাত দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এসব থেকে মুক্তি পেতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ পূর্ণাঙ্গ ও জিরো-টলারেন্স ভূমিকা পালন করতে হবে এবং কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেনাপ্রধানের দৃঢ় নিরপেক্ষ অবস্থান এ ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করবে বলে তারা মনে করেন।

সেমিনারে আরও প্রস্তাব করা হয়, নির্বাচনের দিন ড্রোন মনিটরিং, বডি-ওয়র্ন ক্যামেরা, লাইভ ভোট সেন্টার ও নিরাপত্তা ডেটা অ্যানালাইসিসের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের মধ্যে একটি সমন্বিত কমান্ড স্ট্রাকচার গড়ে তুলে দ্রুত সাড়া প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে এবার সশস্ত্র বাহিনী জাতিকে উপমহাদেশের মানদণ্ডে অন্যতম সেরা, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। এতে ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলের আস্থা এবং দেশের সার্বিক স্থিতিশীলতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা বিশ্বাস করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
৪ দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়
সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়
গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি
গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি