• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লিতে খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
ছবি: কোলাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে। 

বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল বুধবার (১৯  নভেম্বর) দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত দোভালের সঙ্গে বৈঠক  করেছেন। 

এসময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর আয়োজনে ড. ইউনূসের অংশ গ্রহণ
সশস্ত্র বাহিনীর আয়োজনে ড. ইউনূসের অংশ গ্রহণ
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ