• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

গণভোট-সংসদ নির্বাচনে পৃথক বুথের সুপারিশ সাকির

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি-সংগৃহীত

ব্যালট পেপারে দলীয় প্রতীক বড় করে ছাপানোর পাশাপাশি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে পৃথক বুথ রাখার সুপারিশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত সংলাপে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব প্রস্তাব দেন।

তিনি বলেন, নতুন দলগুলোর জন্য প্রতীক ছোট হওয়ায় অনেক সময় ভোটাররা ঠিকভাবে বুঝতে পারে না। প্রতীক বড় করে ছাপালে তা স্পষ্ট হবে এবং ভোটারদের সুবিধা হবে। 

সাকি আরও বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের বুথ আলাদা হওয়া দরকার। একই স্থানে হলেও বুথ ও দায়িত্বপ্রাপ্ত কর্মী পৃথক থাকলে অনিয়মের ঝুঁকি কমবে।

নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টকেও অনুমোদনের সুপারিশ করেন তিনি।

প্রচারণায় বিলবোর্ড ও পোস্টার অপসারণ প্রসঙ্গে সাকি বলেন, এতে কম সামর্থ্যের প্রার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। 

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পরিবেশবান্ধব পদ্ধতি সমর্থন করি, কিন্তু পোস্টারও বন্ধ করে দিলে বাস্তবে লিফলেট ছাড়া বড় কোনো প্রচারের মাধ্যম থাকে না অথচ ভিজ্যুয়াল প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাছির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লেবার পার্টির শুভেচ্ছা বার্তা
জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লেবার পার্টির শুভেচ্ছা বার্তা
শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াবে
শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াবে
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা