রাজনৈতিক দল সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে: সিইসি

রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কার কথা তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবিলা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।
সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকেই যায়। তবে কমিশনের নিয়ত পরিষ্কার।”
সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকার মূল উদ্দেশ্য-আচরণবিধি যথাযথভাবে মানা নিশ্চিত করা।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, “দলগুলো যদি তাদের নেতাকর্মীদের আচরণবিধি মানার নির্দেশ দেয়, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত নিয়েই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের ছেলেমেয়েরা এই দেশেই বড় হবে। তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেই সুন্দর দেশ গড়া সম্ভব।”
ভিওডি বাংলা/জা






