• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৪ আসনের বিভিন্নস্থানে দিনভর গণসংযোগ করেছেন রবিন

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পি.এম.
বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।  এরই অংশ হিসেবে কদমতলী থানার ৫৩নং ও ৫৪ নং ওয়ার্ডের গণসংযোগ করেন।  

রোববার (১৬ নভেম্বর) সকাল এগারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিনি ৫৩ নং ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি ঘুরে বেরিয়েছেন। এ সময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। ওয়ার্ডের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। 

বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার সমাধানেরও আশ্বাস দেন। এছাড়াও তিনি এই ওয়ার্ডের আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সি বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। 

ধানের শীষের  মনোনীত এ প্রার্থীর সঙ্গে এই সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ,  ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, ৫৪ ওয়াডের সাবেক কমিশনার ও মহানগর  বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন,  ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু,  সাধারণ সম্পাদক হুসেন মাস্টার,  আরো মহানগর ওয়ার্ডের অন্যান্য নেতা। এরপর বিকেলে তিনি  ৫৩ নং ওয়ার্ডে গণসংযোগ চালান। এই ওয়ার্ডের জুরাইন, ঋষি পাড়া, মিষ্টির দোকান,  কমিশনার রোড রোড হয়ে চেয়ারম্যান বাড়ি গিয়ে তার গণসংযোগ শেষ হয়। এ ওয়ার্ডেও তিনি তিন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন,  এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জাফর  আহমেদ, থানা বিএনপির আহবায়ক আবু নাসের ফকির, থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল, ৫৩ নং  ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
জনগণের পক্ষে থাকতে হবে :দুদু
জনগণের পক্ষে থাকতে হবে :দুদু