ধর্ষণ মামলায় ‘প্রেমিক জিনকে’ অভিযুক্ত করলেন নারী

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাদর গ্রামে এক নারী তার জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ৪০ বছর বয়সী নারী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কাকরালি থানায় প্রথম তথ্য বিবরণী (এফআইআর) জমা দেন। এফআইআরে তিনি দাবি করেন, অভিযুক্তের ওপর একটি জিন ভর করেছিল এবং সেই জিন তাকে তার বিরুদ্ধে অপরাধ করতে বাধ্য করেছে।
এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এফআইআরে ওই নারী অভিযোগ করেন, ১৮ বছর বয়সী জামাই তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে তার দাবি, জামাইয়ের ওপর একটি জিন ভর করে এবং সেই জিনই তাকে এমন কাজ করায়।
তিনি বলেন, ‘আদিল নামে এক জিন আমার প্রেমে পড়েছে।’ অভিযোগ অনুযায়ী, ওই জিন যখন অভিযুক্তের ‘নিয়ন্ত্রণ নেয়’, তখন ওই নারীর সঙ্গে ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় ফেরে না।’
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তার সংসারজীবন ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ বিরল হলেও নতুন ঘটনা নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট পাঞ্জাব পুলিশকে তলব করেছিলেন, যেখানে এক নিখোঁজ নারীর সন্ধান চাওয়া হয়েছিল এবং অভিযোগ ছিল যে, তাকে একটি জিন অপহরণ করেছে।
ভিওডি বাংলা/জা





