• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেক বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

রোববার (১৬ নভেম্বর) সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি ককটেল ছোড়া হয়। এতে আহত হন একজন।
 
এদিকে, রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে।
 
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
এর বাইরেও যেকোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের প্রস্তুতি: ১২টি দলের সঙ্গে ইসির সংলাপ শুরু
জাতীয় নির্বাচনের প্রস্তুতি: ১২টি দলের সঙ্গে ইসির সংলাপ শুরু
সব দলের সমর্থনেই গড়া অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা
সব দলের সমর্থনেই গড়া অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা
আটাব সদস্যদের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে
আটাব সদস্যদের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে