• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় সুরুজ খলিফা (৩০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

রোববার (১৬ নভেম্বর) সকালের দিকে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এ ঘটনা ঘটে। সুরুজ একই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এলাকাবাসী সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দ্রুত পাংশা থানা পুলিশকে খবর দেন।

পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিচে নামিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।

নিহতের ভাই জানান, আমার ভাই ধারদেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধ করতে না পারার মানসিক চাপে সে চরম সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, যশাই ইউনিয়নে একজন আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ
সরকারি রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ
সরকারি রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল