এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ
রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩

রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে দেখা গেছে ৫৩ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ২৫,৭০৮ জন পরীক্ষার্থী ৮২,২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। পুনঃনিরীক্ষণে ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এছাড়া নতুন করে ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
ফলাফল অনুযায়ী, পাসের হার এই বছর ৫৯.৪০ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১০,১৩৭ জন। তুলনায়, গত বছর পাসের হার ছিল ৮১.২৪ শতাংশ।
এ বছর ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেননি। এছাড়া ৫৪ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৩৯ জন পাস করেছেন। কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে ৩ জন পাস করেছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফলাফল সকাল ১০টার দিকে প্রকাশিত হয় এবং এ বছর ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।
ভিওডি বাংলা/জা






