ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে লকডাউন কর্মসূচি পালন

মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
হঠাৎ সড়ক অবরোধ হয়ে পড়ায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণের কাজে নামেন কালকিনি ও ডাসার উপজেলার ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও কালকিনি ও ডাসার থানার বিভিন্ন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পাশাপাশি স্থানীয় ছাত্রজনতা, বিএনপি-জামাতের নেতাকর্মীরাও সড়ক থেকে গাছ অপসারণে অংশ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক পরিষ্কারের কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে গাছ কেটে মহাসড়ক অবরোধ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।তবে কারা এই নাশকতা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।তবে কিছু লোকজন জানিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ডাকা লকডাউন সফল করতে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







