• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের বাইরে থাকা সাইনবোর্ডটি পুড়ে গেছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত আড়াইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান কর্মকর্তারা। এ সময় মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি।

ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সেলিমা রহমান
বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সেলিমা রহমান
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য