• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সেলিমা রহমান

মাগুরা প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ১১:০০ এ.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান-ছবি-ভিওডি বাংলা

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ-মাগুরায় অনুষ্ঠিত এক নারী সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

শনিবার (১৫ নভেম্বর) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের নারীরা এক ‘পতিত সরকার’-এর বিরুদ্ধে লড়াই করেছেন। এই সরকার নারীদের স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। মেয়েশিশু থেকে মা-বোন-কাউকেই নিরাপত্তা দিতে পারেনি। ভোটাধিকারও হরণ করা হয়েছিল। সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার তারেক রহমান।”

নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জান্নাতের টিকিটের নামে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে-এসব ফাঁদে পা দেবেন না। বিএনপি নারী ও শিশু অধিকার নিয়ে বিস্তৃত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।”

এ সময় তিনি মাগুরা-১ আসনে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মহিলা দলের সহসভাপতি ও সাবেক এমপি অ্যাড. নেওয়াজ হালিমা আরলি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী ও সাধারণ সম্পাদক কুলসুম খাতুনসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য ভাইরাল
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য ভাইরাল
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য