সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই হাসপাতালে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে দু’টি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে আসে। তাদের মধ্যে একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিক বোতল নিয়ে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনার সময় নৈশপাহারায় থাকা স্টাফরা প্রথমে ধোঁয়া দেখে বিষয়টি টের পান এবং দ্রুত কর্তব্যরত চিকিৎসকদের খবর দেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান জানান, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে-এসব জানতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/জা







