• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ান এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশি প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এমন সমর্থনের জন্য অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

পোস্টে তারেক রহমান লিখেছেন, “আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা ও বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত অবস্থান সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি তুলে ধরে।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে অনেক নাগরিক রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও অবাধ-সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এসব হলো সাধারণ মানুষের উদ্বেগ-যারা স্থিতিশীলতা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চান।”

অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বান প্রসঙ্গে তিনি লিখেন, “এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন তা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয়।”

প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা এসব উদ্বেগ আন্তরিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির প্রতি দৃঢ় সংযোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।”

পোস্টের শেষে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তি ভাগ করে নেয়। আমরা অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তাদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত। যখন সব জাতি একত্রিত হয়, তখন আমরা শান্তি, ন্যায়বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রায় ঘিরে মাঠে নামার চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
রায় ঘিরে মাঠে নামার চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির