• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে সিরাজুলের মতবিনিময় সভা

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

লন্ডনের হোয়াইট চ্যাপেলের পিউর চা-ই কফির কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

সংগঠনের সাধারণ সম্পাদক, ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত রিপোর্টার্সদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত থেকে মতবিনিময় করেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, বেথনাল গ্রিন ও স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ প্রমুখ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মধ্যে উপস্থিত থেকে মেয়র প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন ফাউন্ডার প্রেসিডেন্ট, বাংলামিরর নিউজের বিশেষ প্রতিনিধি, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি ও ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি ও বিশ্ববাংলা নিউজ২৪-এর চেয়ার সাহেদা রহমান, জয় বাংলা নিউজের সম্পাদক ও সংগঠনের সহসভাপতি জুবায়ের আহমেদ, ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মির্জা আবুল কাশেম, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ও ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, আব্দুল বাছির, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, দ্য এডিটরসের প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবু, আলোকচিত্র শিল্পী জি আর সোহেল, রেড টাইমসের ইমদাদুন খান, ইউকে টিভি বিডি টিভির আব্দুল মুমিন ও আমাদের কণ্ঠ’র যুক্তরাজ্য প্রতিনিধি শিপন মিয়া প্রমুখ।

এ মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে টাওয়ার হ্যামলেটসের লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, আমি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেটসের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও জনবান্ধব, সামগ্রিক উন্নয়নমুখী, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গড়ে তুলতে আপনাদের সবাইকে নিয়ে অতীতের মতো আগামীতেও কাজ করতে চাই। এর জন্য মিডিয়াসহ সবার সহযোগিতা চাইতে আজকের এই মতবিনিময়। আমার বিশ্বাস আপনারা আপনাদের গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে আলোকিত টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে লেবার দল টাওয়ার হ্যামলেটসকে সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব একটি কমিউনিটি হিসেবে গড়ে তুলবে। আমাদের লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা।”

সভায় লেবার পার্টির বর্তমান ও সাবেক কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ড চেয়ার, সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী
রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ