• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপসো স্যালাইনের ছাঁটাইকৃত

শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কে অপসো স্যালাইন ফার্মার ৫৭০ ছাঁটাইকৃত শ্রমিকের আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়ে গভীর উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিক ইউনিয়ন অনুমোদনের মাত্র এক মাসের মধ্যে শত শত শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা একটি পরিকল্পিত ও প্রতিহিংসামূলক সিদ্ধান্ত। এটি শ্রম আইন এবং মানবিকতার চরম লঙ্ঘন।

তিনি বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ১৭ দিন ধরে আন্দোলন করলেও মালিকপক্ষ উদাসীন ও অসহযোগিতামূলক ভূমিকা পালন করছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে এবং মহাসড়ক অবরোধের মতো সংকট সৃষ্টি করেছে। 

ডাঃ ইরান বলেন, এই সংকটের দায় শ্রমিকদের নয়, বরং যারা ন্যায্য দাবি উপেক্ষা করে সংঘাতের পথ তৈরি করেছে তাদেরই। তিনি অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিক ইউনিয়নের প্রতি বৈরী আচরণ বন্ধ, শ্রমিক নির্যাতন ও ছাঁটাইয়ের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে তাদের অধিকার ক্ষুণ্ন করা হবে- এটি মেনে নেওয়া যায় না। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি আন্দোলনরত শ্রমিকদের পাশে থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে : রফিকুল ইসলাম
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে : রফিকুল ইসলাম
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস’ ফিরিয়ে আনার অঙ্গীকার সালাহউদ্দিনের
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস’ ফিরিয়ে আনার অঙ্গীকার সালাহউদ্দিনের