সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস’ ফিরিয়ে আনার অঙ্গীকার সালাহউদ্দিনের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আপনাদের শান্তিপূর্ণ সমাবেশ দেখে আমি মুগ্ধ। এই শৃঙ্খলা, শান্তভাবে বক্তব্য শোনার মানসিকতা-এসব আমাকে আপনাদের সঙ্গে একাত্ম করেছে।”
তিনি বলেন, আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণভাবে বক্তব্য শোনার মানসিকতা; আপনাদের দিলে কি চলছে আমি জানি। আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ জন্যই এখানে এসেছি।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেটা এখনো বহাল আছে। অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু যেটা বহাল নাই; রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা সংযোজন করেছিলেন- মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল, অনুচ্ছেদ ৮ এর মধ্যে। সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন। আপনারা কি চান আমরা সেটা পুনর্বহাল করি? ইনশাল্লাহ আমরা সেটা পুনর্বহাল করব।
তিনি আরও বলেন, আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা কথা বলেছেন, তারা আল্লামা ইকবালের (মুসলিম চিন্তাবিদ) শের বলে গিয়েছেন। আপনারা শুনেছেন কোরআনের বাণী। রাসুল (সা.) কে আল্লাহ তায়ালা সারা বিশ্বের রহমতস্বরূপ পাঠিয়েছেন। আমরা মুসলমান। আমরা ‘লা ইলাহা আল্লাহু মুহাম্মদ রাসুলুল্লাহ’তে বিশ্বাস করি। রাসুল (সা.) বলে গিয়েছেন, ‘আমিই সর্বশেষ নবী। আমার পরে কোনো নবী আসবে না।’ যদি এরপরও কেউ নিজেকে নবী ঘোষণা করে বা দাবি করে তাহলে তিনি রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার মধ্যে নাই। আল্লামা ইকবাল বলেছিলেন- ‘কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায়...’।
সালাহউদ্দিন বলেন, আমরা নবী সাল্লালাহু সাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করি, কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের পরিচয় বিশ্বাস করি। কিন্তু সারা বিশ্বে সমস্ত মুসলমান মিল্লাতে ইসলামিয়া। মুসলিম হিসেবে আমাদের এই বিভক্তির কারণে আজ প্যালেস্টাইন আমাদের ভাইদের উপর হত্যাযজ্ঞ চলছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে। শুধু আমাদের দুর্বলতার কারণে।
তিনি বলেন, জনগণ যদি আস্থা ও সুযোগ দেয়, তাহলে এসব দাবির পক্ষে সংসদে আলোচনা এবং আইনগত উদ্যোগ নেওয়া হবে। “সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা রসুলুল্লাহর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না,”-মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ভিওডি বাংলা/জা





