দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো নিরাপত্তা কনক্লেভ-এর ৭ম বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিশেষ আমন্ত্রণে তার এই অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা, নিরাপত্তা কূটনীতি এবং প্রতিবেশী দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করার প্রধান কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সংলাপে ড. খলিলুর রহমানের আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৌশলগত ভূমিকা গুরুত্ব পাবে। আসন্ন বৈঠকে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং আন্তঃজাতিক নিরাপত্তা হুমকির উপর আলোকপাত করা হবে। এছাড়া, দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
জানা যায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ফোরামকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করবে। উচ্চ-স্তরের এ সংলাপে নিরাপত্তা উপদেষ্টাপ অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা কূটনীতিতে বাংলাদেশের কৌশলগত ভূমিকা গুরুত্ব পাবে।
ভিওডি বাংলা/ এমএইচ




