• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামিনের পর লতিফ সিদ্দিকীর সরকারের সমালোচনা

টাঙ্গাইল প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পি.এম.
জামিনের পর নিজ গ্রামে  লতিফ সিদ্দিকীকে স্বাগত জানাচ্ছেন-ছবি সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিন পাওয়ার পর শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে কর্মী-সমর্থক ও অনুসারীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে-এটাকে আমি সরকার বলিনা। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্খা ছিল, কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।”

লতিফ সিদ্দিকী আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু, জিয়া, এরশাদ, খালেদা জিয়া কেউ মানুষের আকাঙ্খা পূরণ করতে পারেননি। তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করবে না, তবে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকবেন।

এ সময় কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, “এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয়, আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্বদা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।” তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান, ড. ইউনূসকে আগে চেনার কারণে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তিনি বিভিন্ন সময়ের আওয়ামী লীগ করেছেন এবং দেশপ্রেম অর্জনের জন্য ধৈর্য্য ও তপস্যা প্রয়োজন। তিনি জুলাই আন্দোলনের যোদ্ধাদের সমর্থন জানালেও, অভ্যুত্থান পরবর্তী কার্যক্রমকে সমর্থন করেননি।

এর আগে সকালে লতিফ সিদ্দিকী দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরীর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকার মানুষ তাকে স্বাগত জানান।

সদর খবর অনুযায়ী, এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
ডা. রফিক স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ