• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোয়াখালী–৫:

ফখরুল ইসলামের মনোনয়ন নিয়ে অসন্তোষ ছড়াল

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে ২শ’ থেকে আড়াই শতাধিক নেতা-কর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে মনোনয়ন বাতিলের দাবি জানান।

জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, “যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে।” যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল জানান, “এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এটি মানি না।”

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন ও সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের বক্তব্য, বিতর্কিত মনোনয়ন দলকে ক্ষতির মুখে ফেলতে পারে, তাই গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব থাকা জরুরি।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন থেকে মিছিল বের করে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে শেষ করেন। তারা দলের উচ্চপর্যায়ের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ