• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তাঁর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এই পদে দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। 

জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া ছয়টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। 

সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে তা বাস্তবায়নের রূপরেখা তৈরির কাজ করে এই কমিশন। 

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর। এ ব্যাপারে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সনদ সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা