• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো    ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। 
 
এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিননাহারও জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

ডাবতলার ওই বাসার ম্যানেজার মাহবুব জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাঁচ তালায় ঝামেলা হচ্ছে গৃহকর্মীর এমন খবরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে দেখেন সুমন, তার মা তাসমিননাহার ও ঘাতক লিমন মিয়া মেঝেতে পড়ে আছেন। 

এ সময় সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তাসমিননাহার ও লিমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি আছেন। ঘাতক লিমনের বাড়ি গাইবান্ধায়।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ফ্রি ভেটেরিনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বাঁশখালীতে ফ্রি ভেটেরিনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
মেঘনায় বালু উত্তোলনে স্থানীয়দের বাধা, গুলিবিদ্ধ ৩
মেঘনায় বালু উত্তোলনে স্থানীয়দের বাধা, গুলিবিদ্ধ ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজা উদ্ধার