• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

গণভোট ও জুলাই সনদে আজ সিদ্ধান্তের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই সনদ ও গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারে অন্তর্বর্তী সরকার।  আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এর আগে গত ১১ নভেম্বর জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। না পেলে ১৩ নভেম্বর সরকার নিজেই সিদ্ধান্ত নেবে।”

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, নোট অব ডিসেন্ট বাদ দেওয়াসহ নানা প্রস্তাব প্রতারণামূলক। অন্যদিকে গণভোট ও পিআর নিয়ে সমাধান না পাওয়ায় আন্দোলনমুখী জামায়াতে ইসলামী ও সমমনাদেরও।

এনসিপি জানিয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার সইয়ের নিশ্চয়তা ছাড়া তারা সনদে সই করবে না। মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে বাম জোটও সনদে সই করেনি।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, “জুলাই সনদে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়নি, বরং রাষ্ট্রীয় ৪ মূলনীতি বাদ দিতে চাওয়া হয়েছে-এটা মুক্তিযুদ্ধকে খাটো করার শামিল।”

অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে; রাষ্ট্রপতির করার আইনি ও নৈতিক ভিত্তি নেই। পাশাপাশি গণভোট বাধ্যতামূলক করতে হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবুও সরকার আশাবাদী, সব দলকে আস্থায় রেখে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

ফয়েজ আহম্মদ বলেন, “৪৮টি পয়েন্টের মধ্যে ১৫টি ইস্যুতে মৌলিক মতবিরোধ আছে। এগুলো রাজনৈতিক সংকট তৈরি করেছে। এসব মাথায় রেখে আজ উপদেষ্টা পরিষদে বৈঠক হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপি কমিশনারের অনুরোধ, অফিসারদের প্রতি শ্রদ্ধা রাখুন
ডিএমপি কমিশনারের অনুরোধ, অফিসারদের প্রতি শ্রদ্ধা রাখুন
৪ দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
৪ দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়
সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়