• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ছিদ্দিকীয়া হাকিমীয়া দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি রাজবাড়ী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন প্রত্যাশা করছি এবং ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে দেশের সেবা ও রাজবাড়ীর মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং জনগণের সেবার একটি মাধ্যম। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি এবং ইতিবাচক রাজনৈতিক ধারার বিকাশ।”

তিনি আরও বলেন, “রাজবাড়ী বাসীর ভালোবাসা ও দোয়া চাই। জয়-পরাজয় যাই হোক, আমি আপনাদের পাশে থাকব।রাজনীতিতে আসার আগেও আমি এ এলাকার মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”

সামাজিক অঙ্গীকারের প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি রাজবাড়ীকে একটি মাদকমুক্ত ও শিশু-বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে পার্ট-টাইম জব সৃষ্টির উদ্যোগ নেব। বিশেষ করে এসএসসি পাস শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি আয় করতে পারে, সে দিকেও নজর রাখব। পাশাপাশি নারী উন্নয়নে কাজ করতে চাই, যাতে নারীরা ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ পায়।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ী জেলার সংগঠক, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্যাটাগরি ‘ওয়ান’ কাউন্সিলর এবং পেশাদার ক্রিকেটার। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশা করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের