• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরিমনি

বিনোদন ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পি.এম.
অভিনেত্রী পরীমণি-ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয়ে এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরী অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে?’  

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছুটাছুটি করছেন। এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। 

এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়। তখনও শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য জনমত গড়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে