• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৩ নভেম্বর ঘিরে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাস্তার পাশে পরিবহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা, ৩৫ হাজার বিজিবি ও সাড়ে পাঁচ লাখের বেশি আনসার মোতায়েত থাকবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করেছেন, মানবতাবিরোধী অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা