• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদিক কায়েম:

নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ জঙ্গি সংগঠন

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ১২:২৫ পি.এম.
ডাকসুর ভিপি সাদেক কায়েম ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে -ছবি সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, সমগ্র দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) ‘রান উইথ জবি শিবির’-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।  

সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে কর্মসূচিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে শেষ হয়।

সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামীর বাংলাদেশ খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা হবে না। ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। আমরা সবাইকে শনাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করাব। তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। খুনি হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন, এদেরকে প্রতিরোধ করতে হবে।

ডাকসু ভিপি বলেন, জকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আমার মনে হয় জকসুর তারিখ পেছানোর জন্য ওপর থেকে কারো ওহি নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান-আপনারা পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক।

এসময় তিনি বলেন, ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে আজ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব দেখতে পেয়েছি। আজ এই কর্মসূচি থেকে মেসেজ হলো-আমরা তরুণ প্রজন্ম যদি দেশের জন্য কিছু করতে চাই তাহলে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমরা দেখছি আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর একটা কারণ হলো শরীরচর্চা না করা। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির এ ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে আসছে। ফ্যাসিস্ট আমলে জনপরিসরে আমাদের এ কার্যক্রমগুলো করতে দেওয়া হয়নি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ