• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্ষমতার লোভ

বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পি.এম.
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি-সংগৃহীত

বিএনপি ক্ষমতার লোভে কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১০ নভেম্বর) বিকালে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

 ইশরাক বলেন, বিএনপি কখনো লোভ লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি।
 
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি। আর সে কারণেই আজকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে।  এসময়, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে