• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদের জন্য শুভ কামনা: রাশেদ খান

ভিওডি বাংলা ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ছবি-সংগ্রহ

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত আসন নির্দিষ্ট করে জানাননি আসিফ মাহমুদ। গতকাল রোববার এসব তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আসিফ মাহমুদের জন্য শুভ কামনা জানিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভ কামনা রইল। তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে।

এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো। উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। সংবাদের শিরোনাম হয়েছেন বারবার।

রাজনৈতিক ব্যক্তিরা সমালোচনাও করেছেন তাকে নিয়ে। এ বিষয়ে রাশেদ খান তার পোস্টে বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দিব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস, 'পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!' হ্যাঁ, ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ। আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই।

আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকিজীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবে বলে আশাবাদী রাশেদ খান।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান