• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ১০:৪১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ নভেম্বর) রাতে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদারের নেতৃত্বে এসআই জিন্নাতের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার মো. ইয়াসিন মিয়া (৩০) এবং মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি ব্যাগে প্রায় ১০ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, “এই মাল আমাদের নয়, আমোদাবাদের জামালের মাল, আমরা শুধু লেবার।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
ডা. রফিক স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ