• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক    ৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
রানির সাজে শবনম বুবলী-ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা শবনম বুবলী সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন, যা দ্রুতই নজর কেড়েছে। টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী পরবর্তীতে সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন।

ছবিগুলিতে তিনি লেহেঙ্গা পরে রানির সাজে ক্যামেরাবন্দী হয়েছেন। হাতে আলতা, মুখে মিষ্টি হাসি – সব মিলিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।’

কমেন্ট বক্সে ভক্তরা তার রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে।’ অন্যজন মন্তব্য করেছেন, ‘একদম পুতুলের মতো লাগছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শাকিবের নায়িকা ফারিণ
এবার শাকিবের নায়িকা ফারিণ
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’