• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার - হাজার মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলাটি আজো মানুষ মনজুরে রয়েছে বিরাজমান। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডু খেলাকে ধরে রাখতে হবে।গ্রামীণ খেলা আমাদের আদি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এসব খেলাধূলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করতো।

শনিবার নন্দুলালপুর ইউনিয়নের  চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চড়াইকোল যুবসমাজের আয়োজনে আব্দুল্লাহ্ আল - মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন খেলা দেখতে আসা দর্শকরা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু-কিশোররা। খেলায় তানিমা জুয়েলার্স একাদশকে পরাজিত করে  কুমারখালীর দূর্গাপুর কাবাডি একাদশ বিজয়ী হয়।

স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং  ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে  আয়োজন করা হয় এ খেলা। এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ টুর্নামেন্টে উপজেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও রানার্সআপ দলকে একটি খাসি ছাগল উপহার দেওয়া হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০