ঢাকা-২০ আসনে
এনসিপির মনোনয়ন ফরম নিলেন আসাদুল ইসলাম মুকুল

ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।
শনিবার (৮ নভেম্বর) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র নেন। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা আসাদুল ইসলাম মুকুলের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। অনুষ্ঠানে ধামরাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় ধামরাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল খোকন, জাতীয় যুব শক্তির আশিকুর রহমান, ছাত্র শক্তির সামিউল ইসলাম লিমান ও কাউছার আহমেদসহ স্থানীয় পর্যায়ের শতাধিক নেতাকর্মী মুকুলের সঙ্গে ছিলেন।
মনোনয়ন গ্রহণের পর আসাদুল ইসলাম মুকুল বলেন, “ধামরাইয়ের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-২০ আসনে তারা দলীয় প্রার্থী নিয়ে সক্রিয়ভাবে মাঠে নামবেন এবং তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রচারণা চালাচ্ছেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখন পর্যন্ত যে কয়টি আসনে তারা প্রার্থী দেয়নি, তার মধ্যে ঢাকা-২০ অন্যতম।
ভিওডি বাংলা/ আরিফ


