দেশ ছাড়তে বাধ্য হই: উষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা বলেছেন, ‘সবাই জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার পরিবার নানা হয়রানি-নির্যাতনের শিকার হই। আমার বাবা( বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ) সেই সরকারের হয়রানির শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আমিও নির্যাতন হয়রানি সহ্য করতে না পারে অসুস্থ হয়ে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হই। ইনশাল্লাহ এখন সুস্থ আছি।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের মাঝে ফিরে এসেছি; ইনশাল্লাহ আমার বাবা সারাজীবন আপনাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের সাপোর্ট পেয়েছেন। আমিও আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১২ আসনে সাইফুল আলম নিরব ভাইকে দলের প্রার্থী মনোনীত করেছেন। আমিও আমার সাধ্যমত নিরব ভাইয়ের জন্য ধানের শীষের পক্ষে কাজ করে যাব।’
শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নিরব।
ভিওডি বাংলা/ এমএম




