• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুই একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নিরব

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নিরব। ছবি-সংগৃহীত

দুই-একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নিরব বলেছেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের পথ নেই। আজকে ফ্যাসিস্ট নেই কিন্তু ফ্যাসিস্টদের সহযোগীরা বিদ্যমান। ফ্যাসিস্ট হাসিনা তার এমপি-মন্ত্রী এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো পালিয়ে গিয়েছে। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি; কিন্তু তার সহযোগীরা দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন চক্রান্ত করছে।’

‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে দিনক্ষণ উল্লেখ করেছেন সেইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কারণ বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করে তাদের প্রার্থীদের নাম বিজয়ী বলে ঘোষণা করেছে। ফলে গত ১৬ বছর জাতীয় সংস্দ নির্বাচন, স্থানীয় নির্বাচন এমনকি কোনো সংগঠনের নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে সম্পন্ন করেছে।’

শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নিরব। রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতকে উদ্দেশ্য করে সাইফুল আলম বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম-যুব সমাজ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক দল ও কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। যারা প্রথমে বললেন- সংস্কার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের উদ্দেশ্য বলছি- সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই বাংলাদেশের মানুষ সংস্কার ইস্যু খায়নি। কারণ সময়ের তাগিদে সংস্কার সব সময় হতে থাকে। এখন আবার নতুন করে শুরু করলেন পিআর পদ্ধতি? যে পদ্ধতি মানুষ বুঝেই না। তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। এখন আবার গণভোট নিয়ে কথা বলছেন। অথচ গণভোট হবে কি হবে না সেটা সংসদ গঠিত হলে পরবর্তীতে নির্ধারণের বিষয়। স্পষ্ট কথা- যদি গণভোট করতে হয় তাহলে ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম হানি করেছে তাদের বিচারের জন্য গণভোট হবে। আমরা মনে করি এই দলটি নির্বাচন চায় না বলেই একেক সময় একেক কথা বলছেন। কারণ তারা জানে নির্বাচন হলে তারা জিততে পারবে না। এমনকি আজকে তারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত ও পায়তারা করছে বলেও মন্তব্য করেন নিরব।’

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি। বাংলাদেশের মানুষ আজ মুক্ত হয়েছে। তাই আজকে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ ভাইয়ের বাসায় বীরদর্পে এসেছি; লুকিয়ে নয়। আমরা মনে করি এই এলাকার প্রতিটি নেতাকর্মী এমনকি মজিদ সাহেবে কন্যাও এই এলাকায় বীরদর্পে থাকবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে চেষ্টা করবেন। কারণ মজিদ ভাইয়ের মেয়ে উষা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় থাকতে হয়েছে।

নিবর বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকে মিথ্যা মামলায় কারাগারে গেছেন। তারপরও কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী ভয় পায়নি। তারা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সবশেষ গত ২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয় ৭ নভেম্বর: সালাহউদ্দিন
বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয় ৭ নভেম্বর: সালাহউদ্দিন
আন্দোলনরত ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত
আন্দোলনরত ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত
গণভোট নিয়ে আলোচনায় বিএনপির না: হামিদুর
গণভোট নিয়ে আলোচনায় বিএনপির না: হামিদুর