১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে: হান্নান মাসউদ

আগামী দশ বছরের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার (৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে এবং আগামী ১০ বছরের মধ্যেই ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে ন্যায্য দাবিগুলো পূরণ করা হবে।’
শিক্ষা খাত সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষা খাত সংস্কার না করা এবং শিক্ষকদের প্রতি বৈষম্য নিরসন না করা জুলাই চার্টারের সঙ্গে গাদ্দারি। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তোলা চলবে না।’
এদিকে কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় শনিবার সকালে পুনরায় আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, গণশিক্ষা মন্ত্রণালয় ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়। তবে এতে অসন্তুষ্ট সহকারী শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও।
ভিওডি বাংলা/ এমএইচ




