• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ই নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “৭ই নভেম্বর আমাদের আত্মচেতনা ও ঐক্যের প্রতীক। সেই চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট” শীর্ষক তিনি এ আহ্বান জানান।

আলাল বলেন, “৭ই নভেম্বর কোনো নির্দিষ্ট গণ্ডির ঘটনা নয়; এটি ছিল এক রাজনৈতিক ভূমিকম্প। যেমন ভূমিকম্পের আগে পৃথিবীর গভীরে চাপ সৃষ্টি হয়, তেমনি স্বাধীনতা-উত্তর সময়ে দেশজুড়ে চলা রাজনৈতিক টানাপোড়েনের ফলেই ৭ই নভেম্বরের বিস্ফোরণ ঘটেছিল।”

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন Manufactured Morality-এর জীবন্ত উদাহরণ। তিনি নিজেই নৈতিকতা ও নেতৃত্বের মানদণ্ড স্থাপন করেছিলেন। জিয়া প্রমাণ করেছিলেন, তিনি সত্যিকারের দেশপ্রেমিক এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত।”

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “সিলেটের তেলিয়াপাড়া বৈঠকে প্রথম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পান জিয়াউর রহমান। পরবর্তীতে তিন বাহিনীর কাঠামোয় ‘Z Force’-এর নেতৃত্বও তার হাতে ছিল—যা তার নেতৃত্বগুণের স্বীকৃতি।”

বিএনপির এই নেতা বলেন, “গণভোট প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান জনগণের সরাসরি ম্যান্ডেট নেওয়ার পথ খুলে দিয়েছিলেন। তার সততা, দূরদর্শিতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাকে শুধু রাষ্ট্রপতি নয়, একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।”

তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়ার ঐক্যের প্রতীক ‘স্যার্ক’-এর ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ জিয়া। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে এক মালায় গেঁথেছিলেন।”

বর্তমান প্রেক্ষাপটে আলাল বলেন, “আজ দেশে নানা ষড়যন্ত্র ও বিভাজনের মধ্যেও আমাদের মনে রাখতে হবে—ঐক্যই শক্তি, আর প্রজ্ঞাই নেতৃত্বের মূল গুণ। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান—এই তিন প্রজন্মের নেতৃত্ব সেই প্রজ্ঞার ধারক।”

তিনি আহ্বান জানান, “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। সার্বভৌমত্ব অটুট রেখে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া আমাদের সকলের নাগরিক দায়িত্ব। ৭ই নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ আলম কাকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোট নিয়ে আলোচনায় বিএনপির না: হামিদুর
গণভোট নিয়ে আলোচনায় বিএনপির না: হামিদুর
নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল: হাফিজ
নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল: হাফিজ
১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে: হান্নান মাসউদ
১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে: হান্নান মাসউদ