• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোঁফে নতুন লুকে শাকিব খান

বিনোদন ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পি.এম.
গোঁফওয়ালা নতুন লুকে উল্লাসে ভরা বনানীতে শাকিব খান- ছবি সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন প্রত্যাবর্তনের পর দর্শককে চমক দেওয়া চালিয়ে যাচ্ছেন। তার পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর গোঁফওয়ালা লুক সম্প্রতি প্রকাশের পরই সমালোচক ও ভক্তদের নজর কেড়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনীতে হাজির হন নায়ক। দর্শকরা শাকিব খানের আগমনে উল্লাসে ফেটে পড়েন এবং ‘শাকিব খান’ বলে চিৎকার করতে থাকেন। নায়কও ভক্তদের এই ভালোবাসার জবাব দেন, আউটলেটের নিচে এসে সবার সঙ্গে সৌজন্য দেখান।

কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই এবার হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢালিউডের কিং খান। 

উল্লেখ্য, নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি