জনগণের সরকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ইলেন ভুট্টো

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
প্রধান অতিথির বক্তব্যে ইলেন ভুট্টো বলেন, “৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে জাতির নতুন পথচলা শুরু হয়েছিল। সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও সফল রাষ্ট্রনায়ক, যিনি দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন।”
তিনি আরও বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সম্পদ লুটপাট করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে ঝালকাঠি-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান খান হেলাল, এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা গোলাম মস্তফা ছালু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
ভিওডি বাংলা/ এমএইচ






