বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব গঠন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাসউদুল করিম রানা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জুয়েল মিয়া। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউস্থ বিএডিসির সেচ ভবন অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি (ঢাকা অঞ্চল) মর্তুজা সিদ্দিকী, সহ সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. বেলাল হোসেন, সহ সভাপতি (রাজশাহী অঞ্চল) ইমরান, সহসভাপতি (সিলেট অঞ্চল) এস এম রাকিবুল ইসলাম, সহ সভাপতি (খুলনা অঞ্চল) আসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল বিন হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান। মোট ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
নির্বাচন শেষে নতুন নেতৃত্বকে শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে ‘চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসির ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ি সভাপতি মো. নজরুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড–১) মো. রুহুল আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন, বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব মো. ইউসুফ আলী এবং বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার।
ভিওডি বাংলা/জা





