• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল ইসলাম মন্ডলকে পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ঘোষণা

রাজশাহী ব্যুরো    ৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পি.এম.
বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে পুঠিয়া-দুর্গাপুরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ-ছবি-ভিওডি বাংলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেয়া হয়েছে। এই ঘোষণার পর পুঠিয়া ও দুর্গাপুরের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দের ঢেউ দেখা গেছে।

মনোনয়নের ঘোষণা গত ৩ নভেম্বর, সোমবার, বিএনপির গুলশানের কার্যালয় থেকে সরাসরি টেলিভিশনের মাধ্যমে করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রার্থী যাচাই-বাছাই শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ উপলক্ষে নেতাকর্মীরা চুপিচুপি আনন্দ প্রকাশ করেছেন। কোথাও কোথাও প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের জন্য দোয়া করতে দেখা গেছে। সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পাওয়ার আগে থেকেই দলকে সমর্থন করার অঙ্গীকার করেছেন।

প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “এ মনোনয়ন পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের মানুষের। বিএনপি একটি বড় দল, তাই অনেকেই মনোনয়ন চাইতে পারে। আমি মনোনয়ন না পেলে তবুও দল যে প্রার্থী মনোনয়ন দেবে, তার পাশে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সম্ভব। এই বিজয়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জোগাতে হবে।”

ভিওডি বাংলা/মো. রমজান আলী/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা