• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫

ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন রফিক রাফি-সাঈদ শিপন জুটি

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫। ছবি-সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরুষ ক্যারম দ্বৈতের ফাইনাল।

এতে রফিক রাফি (সময়ের আলো)-সাঈদ শিপন (জাগোনিউজ২৪ডটকম) জুটি ২-০ সেটে মীর মোস্তাফিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস)-মো. আরিফুল ইসলাম (ডেইলি সান) জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন । তারা প্রথম গেম ৩০-১৯ পয়েন্ট এবং দ্বিতীয় গেম ৩০-২৪ পয়েন্টে তাদেরকে পরাজিত করেন। 

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জয়লাভ করেছেন আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন)-এম এম জসিম (জনকন্ঠ) জুটি। তারা পরাজিত করেন আরাফাত দাড়িয়া (দৈনিক প্রভাত)-কামাল হোসেন তালুকদার (দ্য নিউজ ২৪) জুটিকে। 

ডিআরইউ’র স্পোর্টর্স রুমে ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় বিপুল সংখ্যক সদস্য খেলা উপভোগ করেন। 

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া'
'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া'
২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের ডাক
২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের ডাক
ইউনিয়নে রাজনীতি থাকলে স্বাধীন সাংবাদিকতা কীভাবে হবে: মাহ্‌ফুজ আনাম
ইউনিয়নে রাজনীতি থাকলে স্বাধীন সাংবাদিকতা কীভাবে হবে: মাহ্‌ফুজ আনাম