• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি থেকে সরে এলো পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
নগরভবনের সামনে অবস্থান কর্মসূচির প্রস্তুতিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা-ছবি সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। প্রথমে তারা নগরভবনে অবস্থান কর্মসূচি এবং দাবি আদায় না হলে সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

ঘোষণা অনুযায়ী বুধবার (৫ নভেম্বর) সকালে নগরভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা সেখানে হাজির হননি।

পরে আন্দোলনের সমন্বয়ক ও ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ধীরেশ চন্দ্র দাস জানান, “গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) নতুন প্রশাসক যোগদান করেছেন। আমরা দাবিগুলোর চিঠি ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসনের কাছে জমা দিয়েছি। আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেবেন। তাই আপাতত অবস্থান ও সেবা বন্ধ কর্মসূচি স্থগিত রাখছি। তবে দাবি না মানা হলে আমরা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এর আগে ধীরেশ চন্দ্র দাস জানান, “আমাদের মূল দাবি-পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুর পর বা অনুপস্থিতিতে সন্তানদের একই পদে নিয়োগের পুরনো আদেশ পুনর্বহাল করতে হবে। এই সুযোগ উত্তর সিটি কর্পোরেশনে এখনও বিদ্যমান, কিন্তু দক্ষিণ সিটিতে তা বাতিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাবেক মেয়র নানা অজুহাতে আমাদের ৩৫০ জন সহকর্মীকে চাকরিচ্যুত করেছেন, আমরা তাদের পুনর্বহাল চাই। বর্তমানে সাড়ে পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মী উৎসব ভাতা হিসেবে মাত্র তিন হাজার টাকা পান, যেখানে উত্তর সিটির কর্মীরা ১০ হাজার টাকা পান। তাই আমরা উৎসব ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছি।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বন্ধে আদানি পাওয়ারের হুমকি
বিদ্যুৎ বন্ধে আদানি পাওয়ারের হুমকি
দক্ষিণ এশিয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
দক্ষিণ এশিয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিও শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিও শিক্ষকরা