• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির প্রার্থী ঘোষণা: বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ভাঙচুর

ভিওডি বাংলা ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়; মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত দলীয় প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়েছে।

মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাংনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ওই আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন।

মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন দাবি করেন, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় বিএনপির অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

বিএনপি ঘোষিত নির্বাচনী মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে বিএনপির একটি অংশ। পরে ময়মনসিংহ রেল পুলিশের আহবানে ৩৬ মিনিট পর জনদুর্ভোগ লাঘবে অবরোধ তুলে নেন তারা।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে।

এদিকে, চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মঙ্গলবার ৪ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে।

সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন। ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, মাগুরা -২ আসনে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন না দেয়ায় তার নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুর- শালিখা ও সদর উপজেলার চার ইউনিয়নের সমর্থকরা গতকাল রাতেই সেখানে বিক্ষোভ করে। নিতায় রায় চৌধুরীকে অযোগ্য প্রার্থী দাবি করে বিক্ষোভকারীরা অবিলম্বে তাকে বাদ দিয়ে রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এছাড়াও বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার হোসেনাবাদ হিসনা পাড়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম প্রফেসরের বাড়ির সামনে দুর্বৃত্তরা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় হামলাকারীরা গালাগাল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

এছাড়াও শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের গোয়ালগ্রাম ও শেহালা বাজারের বিএনপি অফিস ভাঙচুর এবং উপজেলা চত্বরে থাকা ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলারও অভিযোগ।

উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম বলেন, ‘আমি শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে কাজ করছি। মনোনয়ন ঘোষণার পর আমার বাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুরে আমি ও আমার কর্মীরা কাজ করছি। মনোনয়ন ঘোষণার পর বিএনপির মনোনয়ন না পেয়ে রেজ আহমেদের লোকজন বেপরোয়া হয়ে উঠেছেন। আমার সমর্থকদের বাড়িতে হামলা, অফিস ভাঙচুর ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ন্যায্য বিচার চাই।’

এদিকে এর আগে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য রেজা আহমেদকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ
বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে : পাটওয়ারী
বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে : পাটওয়ারী
বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের
বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের