• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন ১০৮ আইনজীবী নিয়োগ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই আদেশে আগে নিয়োগপ্রাপ্ত ১৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও পাঁচজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন। সেখানে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের নতুন নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলাপ্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহকারী অ্যাটর্নি জেনারেলদের পূর্ণ নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি